প্রিয় আমি তোমাকে ভালবাসি,
ভীষণ রকম ভালবাসি।
আমি ভালবাসি তোমার
ঐ হাসিমাখা মুখ।
তোমার ঐ মুখের হাসি,
আমার মনে জাগায় সুখ।
আমি জানি তুমি আমাকে
একটুও ভালবাসো না।
তাতে আমার কোন দুঃখ নাই,
আমি শুধু তোমাকেই ভালবাসতে চাই।
আর এভাবেই ভালবেসে যাবো।
নিঃস্বার্থ ভাবে ভালবেসে যাবো।
হয়তো কিছু পাবো নয়তো সবি হারাবো।
তবুও আমি শুধু তোমাকেই ভালোবেসে যাবো।
ভালবাসি তোমাকে প্রিয় ভালবাসবো চিরকাল,
ভালবাসবো ইহকাল,পরকাল,অনন্তকাল।
তোমার প্রতি ভালবাসা আমার শতভাগ খাঁটি,
তুমিই আমার অন্ধ হিয়ার জ্বালিয়েছো প্রেমের বাতি।
আমি দিয়েছি তোমাকে প্রিয়,
আমার হৃদয় নিংড়ানো সবটুকু প্রেম।
তুমি আমার মণি-মুক্তা, হেম,
তুমি আমার ভালবাসা তুমিই আমার প্রেম।
তুমি আমার প্রথম প্রেমের প্রথম শিহরণ
তুমি আমার ফাগুন দিনেের বসন্ত বরন।
তুমি আমার স্বপ্ন সাধনা তুমি জীবন -মরন,
তোমাকেই করবো ধারণ করবো অনুসরণ।
প্রিয় আমি তোমাকে এভাবেই ভালবাসবো,
এই দেহে আছে যতদিন প্রান।
তুমি আমার ময়না, টিয়া তুমি জানের জান,
তোমার প্রতি ভালবাসা কখনো হবেনা অবসান।