আমি প্রেম নাহি জানি-
কেমন করে শুনাবো তোমায়,
আমি প্রেমের অমৃত বাণী।
আমি প্রেম নাহি জানি।।

প্রেম সম্পর্কে তিনিই ভালো জানেন-
যিনি বসে আছেন প্রেমের গোলকে,
যুগ,যুগ ধরে প্রেম করেই চলেছে লোকে।
শুদ্ধ প্রেমের পরশ দিতে পারেন স্বর্গলোকে।।

প্রেম যেন এক চরম আনন্দময় অনুভূতি-
প্রেমের পরশে বাড়ে হৃদয় স্পন্দনের গতি।
প্রেমিক হৃদয় প্রেম চায় করে আকুতি,
শুদ্ধ প্রেমের বশবর্তী জগৎতে যে সতী।।

প্রেমহীন জীবন মরুভূমি বালুচর-
প্রেম বড়ই বিরহবিধুর অতি সুন্দর।
প্রেমের নামে ছলনা হচ্ছে ভীষণ ভয়ংকর,
শুদ্ধ প্রেমিক তুলতে পারেন শুদ্ধ প্রেমের ঝড়।।