পৌষের ধ্যানমগ্ন প্রভাত লগনে
পুষ্প, পুষ্প মাল্য রবণে।
গভীর শ্রদ্ধাভরে করি নিবেদন
ভারাক্রান্ত মন মলিন বদন।

প্রয়াত করির স্বরণে আজ
মর্মাহত সাহিত্য সমাজ।
আজি বিষাদের ঘন্টা বাঁজে মনে
শোকের ছায়া কুসুম বনে।

কর্ম মানুষকে করে মৃত্যুঞ্জয়
মহৎ কর্ম সদা নির্মল আনন্দময়।
গুণী সত্তা  চিরঅমর অক্ষয়
সুকর্ম সত্য সুন্দর সাফল্যেময়।

মৃত্যুর চেয়ে বড় কিছু
নাই আর ভবে।
ডাক আসলে এঁকে, এঁকে
সবার চলে যেতে হবে।