ভক্তরা প্রসাদ পায় প্রসাদ খায়
আবার প্রসাদ বাড়ি নিয়ে যায়।
তাহলে কেন প্রসাদ ফালায়?
ভক্তরা কি জানেনা সেই কথা?
প্রাসাদের অপচয় করা পাপ।
নাকি অপচয় করা ভক্তদের স্বভাব?
ভক্তরা আপনারা প্রসাদ পান
তৃপ্তি সহকারে পেট ভরে প্রসাদ খান।
প্রয়োজনে প্রসাদ রাড়ি নিয়ে যান।
দয়া করে যেখানে সেখানে প্রসাদ ফেলে
প্রসাদের করবেন না অপমান।
আপনারা ভক্ত আপনারাই মহান।