বিশ্বের আজ কোথাও কোন শান্তুি নাই,
সহিংসতার আগুনে পুড়ে বিশ্ব হচ্ছে ছাই।
বন্ধ করুন হাঙ্গা-ডাঙ্গা যুদ্ধেের দামামা,
হিত কর্মে বাঁচুন সবাই হয়ে একআত্মা।

জ্বলছে দেশ মরছে মানুষ লাখো শহীদের বলিদান,
দেশের জন্য ঝড়ছে কত তাঁজা, তাঁজা প্রান।
চাইনা দ্বন্দ্ব চাইানা খন্ড চাইনা ক্ষতি সাধন,
ভালবাসার বন্ধনে সবাই বাঁধেন শক্ত বাঁধন।

জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের হউক জয়,
জাত-পাত ভেদাভেদ আমার কাম্য নয়।
সকলেই মানি আমরা এক সৃষ্টার বিধান,
তাই সবার আগে তাঁর সৃষ্টির প্রতি হই যত্নবান।

তাঁর সৃষ্টিকে তুচ্ছ জ্ঞান না করে ভালবাসতে শিখি,
তাঁর সৃষ্টির প্রতি আমরা সদা সুদৃষ্টি বজায় রাখি।
তাঁর সৃষ্টির মাঝে তিনি সদা আছেন বিরাজমান,
তাঁর সৃষ্ট জীবকে আঘাত করলে তিনিই ব্যথা পান।

ব্যক্তিস্বার্থ বিসর্জনে নিজেকে গড়ে তুলুন,
চিরতরে হিংসা বিদ্বেষ পরিত্যাগ করুন।
প্রার্থনা মোর মঞ্জুর হউক নামুক শান্তির বরিষণ,
সুখে -শান্তিতে ভরে উঠুক সকলের জীবন।