প্রকৃতি তুমি যে মহামায়া।
আমার হৃদয় পানে পড়ছে
ওগো তোমার রূপের ছায়া।
তোমায় সৌন্দর্য অপরূপ অন্তত মায়াভরা।
তুমি অকৃপন রূপে সেঁজেছে,
পূর্ণ করেছো বিপুলা বসুন্ধরা।
বিচিতভরা, নজরকারা, সৌন্দর্য নিয়ে,
তুমি ফুলে ফলে ভরিয়েছো ভূবণ
তোমার নিজেস্ব গুণ দিয়ে।
তোমায় অকৃপন রুপের সাঁজে,
আমার হৃদয়ে আনন্দ গান বাঁজে।
আমার রিক্ত, শুন্য হৃদয়
আনন্দ রসে সিক্ত হলো
তোমার অমৃত মধুর ছোঁয়ায়
প্রকৃতি তোমার অপার মহিমায়।