খুব ভালো লেগেছে আমার,
কঙ্কণ পড়া ঐ
ফর্সা রমণীর সুকোমল হাসি।
যার হাসিতে মুক্তা,
ঝড়ে রাশি,রাশি,
আমি যে তারে ভীষণ ভালবাসি!!
সে যে স্বর্গের দ্বার খুলিয়া, এসেছে এই বিশ্ব ভূবণে
অংলকিত হয়েছে বসনে- ভূসনে,
অধিষ্টিত হয়েছে সে রাজ সিংহাসনে।।
ভাল লেগেছে আমার তাকে; মনে- প্রাণে,
অদূর হতে ভেসে আসে শীতল সমীরণে
মোহিত মুগ্ধ আমি, তার রেশমি চুলের ঘ্রাণে।।
সে যে লুকোচুরি করে বেড়ায়,
তব সহজে দেয় না ধরা।
হরিণ চোঁখে তার অনন্ত মায়া ভরা,
রূপবতী বটে সে, অনন্য অধরা।।
আমি মুক্ত করিয়াছি তাহার তরে,
মম হৃদয়ের সমস্ত দ্বার
সে যে যুগে-যুগে, জনমে-জনমে
শুধুই আমার, পিপাসিত নয়নের আহার!!