অপার সুন্দর হলুদের আমরণ।
আবাক করা চোখ জুড়ানো সর্ষে বন।
মৌ, মৌ গন্ধে ভরে যায় মন।
মুগ্ধতায় চেয়ে থাকি আমি অনুক্ষণ।।
পৌষের মাঝামাঝি হিমেল হিল্লোলে।
মৌ মাছিরা ছুটে আসে দলে, দলে।
ফুলে, ফুলে বসে করে মধু আহরণ।
প্রকৃতির রূপ লাবণ্যে ভরেছে ভূবণ।।
হিম, হিম কাক ডাকা ভোরে,
চারদিক আছন্ন কুয়াশায় চাদরে।
পাখিরা গান গায় মিষ্টি মিষ্টি সুরে।
প্রকৃতি সতেজ হয় শিশিরে, শিশিরে।।
ক্ষণিক পরে তপ্ত রবির সোনালি আভায়,
শিশির বিন্দু জলজল করে মুক্তার ন্যায়।
পৌষের প্রভাতে রৌদ্র স্নান লাগে সুখময়।
রূপসী বাংলার রুপে মন মুগ্ধ মোহিত হয়।।