সুসময় যখন চলে আসে,
      প্রিয়জনরা তখন থাকে পাশে।
সুসময় যখন চলে যায়
      কত প্রিয়জনরা তখন পালায়।
স্বার্থের এই ভুবনে,
       প্রয়োজন ছাড়া কেউ,
কাউকে রাখেনা মনে।
         অর্থহীনের আর্তনাথ,
কেবা আর শুনে।
          ধরার মাঝে এমন ধারা,
মর্মে,মর্মে বুঝে তারা।
        পথহারা পথিক যারা।
দু:খ পেলেও কাঁদেনা তারা।
         অনাহারিরে অন্ন দান,
কেউ করেনা স্বার্থ ছাড়া।