পরকীয়া মানে হচ্ছে অবৈধ সহবাস
পরকীয়া মানে হচ্ছে মহা সর্বনাশ।
পরকীয়া মানে হচ্ছে ভয়ানক ক্যান্সার
পরকীয়া মানে হচ্ছে অন্যায়-অবিচার
পরকীয়া বিনাশ করে সোনার সংসার
পরকীয়া কেড়ে নেয় স্বামীর আবদার।
পরকীয়া জীবন-যৌবন করে ছারঘার
পরকীয়া নিজের প্রতি চরম অচ্যাতার
পরকীয়া বিষাদগ্রস্ত বিষন্ন বদন
পরকীয়া বিষফোঁড়া বিষে টনটন।
পরকীয়া সাময়িক চরিতার্থ সাধন
পরকীয়া অতৃপ্ত অতিষ্ঠ জীবন।
পরকীয়ার দ্বারা ঘটে চারিত্রিক স্খলন
পরকীয়ার দ্বারা ঘটে বিপথে গমন।
পরকীয়ার দ্বারা ঘটে যত অঘটন
পরকীয়ার দ্বারা ঘটে সহজে পতন।
পরকীয়ায় অনিয়ন্ত্রণ হৃদয়ে রক্তক্ষরণ
পরকীয়ায় আক্রান্ত কত নর-নারীগণ।
পরকীয়ায় নষ্ট করে সুন্দর জীবন
পরকীয়ায় ডেকে আনে অকাল মরন।