গুটি কয়েক মানুষ আছেন
যারা চরম অহংকারী।
পরচর্চা কারী বটে
তারা ভীষণ অত্যাচারি।
জটিল- কুটিল তাদের
হিংস্র - পরায়ণ মন।
পরহিতে বিঘ্ন - ঘটায়
তারা অনুক্ষণ।
বিভিন্ন জনার অনিষ্ট করা
তাদের নিত্য দিনের পেশা।
রক্তে কণিকায় মিশে গেছে
তাদের ভয়ংকর এই নেশা।
অপকর্মে জড় জড়িত
তাদের সম্পূর্ণ জীবন।
এই কর্মের প্রতি ফলে
তাদের ঘটবে অধঃপতন।