অহংকার পতনের মূল
জানে সর্বজন।
অহংকারে ছেয়ে গেছে
মানুষের মন
বদন ভরা আছে তার আত্মঅহংকার,
আচরণ বিধিতে সেজন
চামার চম্মকার।
অহমিকায় হয় না কভু
আত্মশুদ্ধি সাধন।
রুক্ষ স্বভাব হয় যে তাঁরই
নিম্নগামী মন
হিংসার অনলে সেজন
পুড়ে সারাক্ষণ।
অহংকার পতনের মূল
জানে সর্বজন।