তুমি যদি আমিত্ব কাল
      থাকো আমার পাশে।
আমিও নিঃস্বার্থ ভালবেসে
    থাকবো তোমার কাছে।

     তোমার ঐ হাসিতে আমার হাসি মিশাবো,
আমি শুধু তোমাকেই ভালবেসে যাবো।
      বিনিময়ে থাকবেনা মোর কোন প্রত্যাশা,
থাকবে শুধু প্রতি অভিরাম ভালবাসা।

থাকবো মোরা এক সাথে
    বাঁধবো সুখের বাসা।
তোমায় ঘিড়ে মনে আমার
     ওগো এটুকুই আশা।

তোমাকে পেলে হয়তো হবে স্বর্গ পাওয়া,  
     তুমি বিনে এই জীবনে আর কিছু নাই চাওয়া।
তুমি আমার চিরকালের অমর ভালবাসা,
     বিনিময়ে থাকবেনা মোর কোন প্রত্যাশা।