আমি যতই করি তোমার সাথে রঙ্গ-রসিকতা,
যতই বলি তোমার সনে মন উজার করে কথা।
তবুও আমার মিঠেনা সাধ মিঠেনা প্রেম পিপাসা,
চির অমর, চির অক্ষর, আমাদের এই ভালবাসা।
নিস্পাপ তুমি, নিঝরা তুমি, তুমি অপরূপা,
ধন্য করেছো আমায় তুমি ওগো অনুপমা।
ইচ্ছে করে তোমার সঙ্গে গল্পে মাতি সারাবেলা,
ভাল লাগে তোমার সনে খেলতে প্রেম, প্রেম খেলা।
তুমি আমার অন্ধ হিয়ায় জ্বালালে প্রেমের বাতি।
ওগো মোর প্রান প্রিয়সী তোমায় ভীষণ ভালবাসি।
তুমি আমার স্বপ্ন-সাধনা তুমি আরাধনা,
তোমার জন্য সদা আমি করি কল্যাণ কামনা।
তুমি আমার আশা-ভরসা তুমি ভালবাসা,
প্রতিদিন বাড়ে তোমার প্রতি প্রেম পিপাসা।
তুমি আমার জীবন-মরণ তুমি দিবারাত্রি,
এই জীবনে তুমি আমার পথ চলার সাথী।