ওগো অপরূপা সুন্দরী
নীল শাড়িতে তুমি যেন
আমার স্বপ্ন নীল পরী।
তোমার রূপের ঝলকে
আমি জ্বলে পুড়ে মরি।
দুহাতে তোমার নীল চুড়ি
ললাটেও নীল টিপ।
কোলম ঠোঁটে তোমায়
লাগছে বেশ ঝিলিক।
কণ্ঠে তোমার নীল মনিহার
আহা! কি চমৎকার!
আহা! কি চমৎকার!
উপমা দেবার ভাষা নাই আমার।
দুচোখের পাতা করে ঝিলমিল
মেজিং করা শাড়ি চুড়ি
তোমার রয়েছে বেশ মিল।
আজ তুমি হয়ে গেছো
নীল পরী নীল আকাশের নীল।
ঝড় ঝড়া রেশমি চুল
দুলে মৃদু সমীরণে।
তোমার রূপের নেশা
আমার লেগেছে নয়নে।