নিঃশব্দে ভেঙে যায় হৃদয়
হয় অবারিত রক্ত ক্ষয়।
বুঝেনা সে বুঝেনা হৃদয়ের ভাষা
ঝাঝরা বুকে লুকায়িত কত আশা।
আমি বড় প্রেম ভিকারি
প্রেমের লাগি মরি,মরি।
অভাগা যে ওরে আমি
প্রেম পেলাম না তারি।
বিনময়ে পেলাম শুধু ব্যথা-বেদনা
বেদনাকে বলি ওরে আর কেঁদো না।
সে যে মিশে আছে আমার রক্ত কণিকায়
হায়,হায় তারি বিরহে আমার জীবন যায়।
বুক ভাসে আমার চোখের লোনা জলে
অন্তরতে কয়লা বিহীন তীব্র আগুন জ্বলে।
দিবানিশি জ্বলে সদা কিছুতে থামেনা
পুড়া মন এখন আর তাকে ভাবে না।