পথের ধারে ফুটা ফুল
দেবতার পরশ পায়।
অনাদরে কত ফুল
বাগিচায় ঝড়ে যায়।
মরি হায়, হায়, হায়।
অযত্নে হয় রত্ন ক্ষয়।
অমূল্য রত্ন ধুলি মাঝে
অবহেলায় পড়ে রয়।
তুচ্ছ জ্ঞানে হিরা-মাণিক্য,
কাঁচের টুকরা মনে হয়।
গলিত স্বর্ণ ছাইতে মিশে।
বিজয়ী সম্রাট কাঙ্গাল বেশে।
মূঢ় ব্যক্তিদের বুঝের অভাব।
তাইতো তাদের ক্ষীণ স্বভাব।
পরনিন্দা আর পরচর্চা,
যেন তাদের মহান কাজ।
তাদের জন্যই ঘুনে ধরছে,
আমাদের নষ্ট সমাজ।