লেখক টোটন চন্দ্র দাস
কবিতা : মনিষদের জীবন
কবিতাটি আমি সকল মনিষীদের উৎসর্গ করলাম।
শত,শত বছর পূর্বে বিভিন্ন মহামানব মনিষীরা যা বলে গেছেন। তা আজ মানুষের বাস্তব জীবনে প্রতিফলিত হচ্ছে ঠিক। কারণ তারা ছিলেন বাস্তবতার অনুসারী, তারা ছিলেন সত্যের প্রতিক ও ন্যায়ের প্রতিক।
তারা ছিলেন জ্ঞানী গুণী, ছিলেন খ্যাতিমান।
বিশ্বজুড়ে আছে তাদের, অনন্য অবদান,
তারা ছিলেন অমূল্য রতন, ছিলেন তীক্ষ্ণ বুদ্ধিমান,।
বিশ্বজুড়ে আছে তাদের প্রচুর সম্মান।
তাদের অনুসরণেই জীবন আলোকিত হয়।
তাদের মতো জীবন গড়া সহজলভ্য নয়।
তারা ধন্য ছিলেন মানবকূলে, ধন্য তাদের জীবন,
নিত্য তাদের স্মরণ করে এই সমগ্র বিশ্বভূবন।
তারা ছিলেন সূর্য্যলোক, ছিলেন উন্নয়নের অগ্রদূত।
সৃষ্টিকর্ম ছিলো তাদের ভীষণ অদ্ভুত,
সৃষ্টি জগৎতে ছিলেন তারা, নিপুণ দক্ষ কারিগর।
তাদের প্রযুক্তি দখল করছে আজ বিশ্ব চরাচর।
ভুলিবে না কেউ তাদের, ভুলিবে না কোন কালে।
তাদের সৃষ্টি, প্রযুক্তির হাত ধরেই যেন বিশ্ব নিত্য এগিয়ে চলে,
তাদের জন্যই বিশ্ব আজ উন্নতির চরম শিখরে।
তাদের জন্যই বিদ্যুৎ আজ জ্বলছে ঘরে,ঘরে।
তাদের প্রতি রইলো আমার অশেষ শ্রদ্ধা নিবেদন।
তাদের অনুসরণেই যেন ধন্য হয় মানব জীবন,
তাদের জন্যই পেয়েছি আমরা সমৃদ্ধশীল উন্নত বিশ্বভূবন।
সকলের ব্রত হউক, আমরা তাদের করবো অনুসরণ।