লেখক: টোটন চন্দ্র দাস
মনিষীদের জীবন কবিতাটি আমি সকল মনিষীদের উৎসর্গ করলাম।
শত,শত বছর পূর্বে মহামানব মনিষীরা
যা বলে গেছেন তা যথাযথ ন্যায়সঙ্গত
আমাদের বাস্তব জীবনে তা ঘটে প্রতিনিয়ত।
তারা ছিলেন কঠিন বাস্তবতার অনুসারী
তারা ছিলেন ন্যায় ও সততার তরবারি।
তারা ছিলেন জ্ঞানী-গুণী বিজ্ঞ বিজ্ঞানী
তাদের সম্পর্কে আমরা কতটুকু জানি।
তাদের আছে বিশ্বজুড়ে অনন্য অবদান
তারা ছিলেন অমূল্য রতন তীক্ষ্ণ বুদ্ধিমান
তাদের আছে যশ-খ্যাতি প্রচুর সম্মান।
তাদের অনুসরণে জীবন আলোকিত হয়
তাদের মতো জীবন গড়া সহজলভ্য নয়।
তারা ধন্য ছিলেন মানবকূলে স্বার্থক জীবন
তাদের নিত্য করে স্মরণ সমগ্র বিশ্বভূবন।
তারা ছিলেন সূর্য্যলোক উন্নয়নের অগ্রদূত
তাদের সৃষ্টিকর্ম ছিলো ভীষণ রকম অদ্ভুত।
তারা ছিলেন সৃষ্টি জগৎতে নিপুণ দক্ষ কারিগর
তাদের প্রযুক্তি দখল করছে আজ বিশ্ব চরাচর।
তাদের প্রযুক্তির কলা-কৌশলে
বিশ্ব নিত্য এগিয়ে চলে।
তাদের জন্যই বিশ্ব আজ উন্নতির চরম শিখরে
তাদের জন্যই বিদ্যুৎ আজ জ্বলছে ঘরে, ঘরে।
তাদের প্রতি রইলো অশেষ শ্রদ্ধা নিবেদন
তাদের অনুসরণে যেন ধন্য মানব জীবন।
তাদের জন্য পেয়েছি সমৃদ্ধশীল ভূবণ
তাদের আমরা করবো সর্দা অনুসরণ।