মিষ্টি মেয়ে পড়ছে শাড়ি।
বেশ ঘনকালো চুল।
দুই কানে তার গোল, গোল
দুলছে বুমকা কানের দুল।

খোঁপায় জড়িয়েছে সে
শুভ্র কাগজের ফুল।
অপরূপা সে যেন এক
ফুটা তাঁজা পদ্মফুল।

মিষ্টি মেয়ের মিষ্টি ঠোঁটে মিষ্টি, মিষ্টি হাসি।
তার ঐ হাসিতে মুক্তা ঝড়ে রাশি, রাশি।
আমি যে তার ঐ হাসি বড্ড বড় ভালবাসি।
ডানা কাঁটা পরীর মতো সে মুক্ত অভিলাষী।

কপালে পড়ছে সে নীল রঙ্গের টিপ।
মিষ্টি ঠোঁটে তার গোলাপি লিবিস্টিক।
সূতির শাড়িতে আহা! লাগছে কি যে বেশ!
সুগন্ধি যুক্ত তার ঘনকালো কেশ।