রোমাঞ্চের শুরু হয় সেখানে,
যেখানে হারিয়ে যায় অভিমান
ভালবাসার আড়ালে।
মায়ার টানে ছুটে এসে,
আবার দু'হাত বাড়ালে।
শক্ত করে প্রেম আবেগ
বুকে জড়িয়ে নিলে।

চোখে, চোখ রেখে আবার,
নতুন স্বপ্নে রাঙ্গালে।
আশায় প্রদীপ জ্বালালে মনে,
এসে তুমি সংগোপনে।

খুনসুটির ঝঞ্চা বাধিয়ে দিলে,
হাসি ঠাট্টার রং মহলে।
জোৎস্নারাতে তোমার সাথে,
প্রিয় চাঁদ দেখবো দু'জনাতে।
জোনাকি পোকা সঙ্গী করে
হেঁটে, হেঁটে যাবো বহুদুরে,
তোমার সনে প্রিয় মধু লগনে।