চতুর পাড়ে গলা গাছ
জিলের জলে মৎস্য চাষ।
আধার খায় গপগপ
দলবেঁধে চলে সব।

দৃশ্যটা বেশ মনে ধরে
নয়ন দুটো মুগ্ধ করে।
নানান জাতের নানা মাছ
জিলের জলে হচ্ছে চাষ।

রুই, কাতল টেংরা পুঁটি
ধরা পড়ে জেলের জালে।
মাছগুলি নিয়ে হাঁটে
বেঁচা-বিক্রি কবরে বলে।