আমার সাথে রয়েছেন
একজন সত্যবান।
বিচিত্র গুণে ভূষিত সে
বিশাল হৃদয়বান।
জগৎ জুড়ে আছে তার
অনন্য অবদান।
কর্মগুণে কুড়িয়েছেন তিনি
প্রচুর সম্মান।
ধনে-জনে তিনি খুবই শক্তিমান।
দানবীয় বটে সে আসল বিত্তবান।
মাঝে,মাঝে ভাটিয়ালি সুরে
তিনি গেয়ে যান গান।
মস্তবড় প্রেমিক ও সে
তিনি প্রেমের মারেন বান।
কখনো হবেনা তার
বিশুদ্ধ প্রেমের অবসান।