হিন্দু, মুসলমান,বৌদ্ধ, খ্রিষ্টান
মানবতার ঊর্ধ্বে মানুষ
আমরা সকলে সমান।
তুচ্ছ-তাচ্ছিল্য করোনা কাউকে,
কভু, করোনা অপমান।।
উচু, নিঁচু,জাত, পাত
করোনা ভেদভেদ।
মানবতার ঊর্ধ্বে মানুষ
আমরা সকলে সমান।।
মানব সেবাই জীবনকে বিলিয়ে দিয়ে
মানুষ হয় মহান।
মানুষে, মানুষে সকল দ্বন্দ্বের
হউক অবসান।।
জাতি ধর্ম,বর্ণ নির্বিষেশে
সকলে মিলে-মিশে একাকার হবো মোরা,
এক ধারায় এসে।
বাঁচতে চাই সবাই একসাথে,
হাত রেখে হাতে।।