এই ধরাধামে মানুষ বাঁচে কয়দিন
আজ মরলে কাল হয় দুদিন।
মহৎ কর্মের দ্বারা মানুষ বাঁচে চিরদিন
শোধ হয়না কখনো মহৎ কর্মের ঋণ।
ইতিবাচক স্বভাব সুলভ
ওরে দুলর্ভ্য ব্যপার।
এমন স্বভাবের মানুষ সদা
ভাল কাজের সার।
মহৎকর্ম গুণে মানুষ দেবতুল্য হয়,
পশু স্বভাবে ঘটে চারিত্রিক অবক্ষয়।
মানবতাবোধ না থাকলে সে মানুষ নয়,
মানুষের উপকারে জীবন স্বার্থক-পূর্ণময়।
মানুষরূপে আমরা যেন সকলেই প্রাণী,
বিবেকবোধ শূন্য মানুষ সদা হিংস্র প্রাণী।
মানবতাই মানুষের শ্রেষ্ট ধর্ম,
নিঃস্বার্থ মানব সেবা অতি উত্তর কর্ম।