পৃথিবীতে একমাত্র নিঃস্বার্থ ভালোবাসে মা।
মায়ের মতো নিঃস্বার্থ ভালো বাসে না বাবা।
বাবাও সন্তানের কাছ থেকে চায় প্রতিদান।
মায়ের মতো কারো নাই অসামান্য অবদান।

মা জননী দশমাস দশদিন করেছে গর্ভধারণ।
প্রসব বেদনায় হয়েছে তার কত রক্ত ক্ষরণ।
কোন কালেই শোধ হবে না মা জননীর ঋণ।
মায়ের সেবায় রত থাকলেও আমরা চিরদিন।

মা যে এক বিশ্বময়ী অপার মমতাময়।
মায়ের মতো এই ভূবণে কেউ আপন নয়।
মা ছাড়া যে দুনিয়াটা পুরা অন্ধকার।
স্নেহভরে সন্তানের মুখে তুলে দেয় খাবার।

সন্তান যদি দূরে থাকে পুড়ে মায়ের মন।
মা জননী সন্তানের কথা ভাবে প্রতিক্ষণ।
মা হওয়া সহজ নয় বড় কঠিন ব্যাপার।
মাগো তুমি আমার কাছে স্বর্গের সমাহার।