দেখা হবে তোমার সাথে,
আবার সেই মেঠো পথে।
কোন এক অবসর সময়ে,
তখন দেখবো তোমায় দু'চোখ ভরে।
তুমি আছো সদা আমার হৃদয় জুড়ে,
থাকবে সেথাই চিরতরে।
হয়তো তোমার সনে দেখা হয়না প্রতিনিয়ত,
তবুও আমি তোমার কথা ভাবি অবিরত।
তোমায় দেখার ইচ্ছা আমার প্রাণে জাগে যত,
তেমার তরে হৃদয়ে আমার প্রেম জাগে তত।