কবি কথা অন্তরকে সিক্ত করে,
রিক্ত করে আলোকিত করে।
কবি কথা আমার মনে বড় ধরে
কবি কথা মনকে পুলকিত করে।,
কবি হচ্ছেন কালের মহা নায়ক,
কবি হচ্ছেন শৈল্পিকতার শ্রেষ্ট উপস্থাপক।
কারুকার্য আঁকা-জোঁকা কবির প্রিয় শখ!
কবি শুধু কবিই নন লেখক বিশ্লষক।
কবি কবিদের সৃষ্টির প্রেমে পড়েন,
কবি কবিদের শিল্পের কদর করেন।
কবি করেন নানান সময় নানা রকম সৃজন,
কবি কবিদের প্রতি করেন শ্রদ্ধা নিবেদন।
কবি কবিদের সাথে করেন ভাব বিনিময়,
কবি বলেন তত্ত্ব কথা বড়ই রসময়।
কবি মিষ্টভাষী কোমল স্বভাব সুলভময়,
কবি অন্যয়কে দেননা প্রশয় ভয়কে করেন জয়।
কবি আধ্যাতিক,মানবিক অন্তর্যামী বটে,
কবি সততায় সাথে বাধে জীবন চলেন সৎ পথে।
কবি নিত্য সত্য হিত কর্মে রত সদা জীবনের রথে,
কবি সত্যের জয় গান লিখেন যান ললাটে।
কবি কর্মগুনে কুড়িয়েছেন বহু যশ,খ্যাতি,
কবি হচ্ছেন সেচ্ছাসেবক কবি সমাজ পতি।
কবি করেছেন কত কত সমাজ সংস্কার,
কবি সৃষ্টি করছেন উন্নত শিক্ষা ব্যবস্থার।
কবি মন সমুদ্রের ন্যায় বিশালকার,
কবি মন প্রেমময় অতি উদার।
কত কবি গত হয়ে গেছেন পরপার,
কর্মগুনে বেঁচে আছেন হয় অবতার।