ফাগুন রাঙ্গা সূর্যটা কুসুম রাঙ্গা আলো,
গোধূলীর লগ্নটা বোধহয় ঘনিয়ে এলো।
গগণ পুরো ছেয়ে গেছে সিঁদুর রাঙ্গা মেঘে,
অপলক চেয়ে রইলাম আমি মুগ্ধ চোখে।।

গোধূলী গগণে ভাসে রত্তিম মেঘের ভেলা,
দলে, দলে ছুটে মেঘ করে নানান খেলা।
কি অপরূপ সৃষ্টি তোমার হে বিধতা,
তোমার সৃষ্টি জগৎ আমায় করে মুগ্ধতা।।

অনন্ত মহাশূন্যে শূন্যতার আভাস,
চারদিকে নক্ষত্র আর গ্রহের বসবাস।
তোমার লীলা-খেলা প্রভু বুঝা বড় দায়,
আছো তুমি সদা মিছে জীবের অন্তরায়।।

বিচিত্রিতা ধরা সাঁজে অপরূপ ধারায়,
প্রভু তোমার অশেষ করুনায়, মহিমায়।
পলকে হয় সৃষ্টি, প্রলয় তোমার ইশারায়,
গোধূলীর সময়টা কাটে চরম মুগ্ধতায়।।