খুশির বার্তা ছড়ায় যারা
মানব জাতির ধারে, ধারে।
পরাজিত হয়না তারা
কোন অপশক্তির দ্বারে।

তারা সদানন্দ, বিবেকবান
তারা সুদূর গগনের চাঁন।
তারা কলঙ্কের দাগ গায়ে মেখে
স্নিগ্ধ আলো ছড়ায় প্রতিরাতে।

তারা ভূবণ ভরে আলোর, আলোর
অমাবস্যা তাদের দেখে ঈর্ষান্বিত হয়।
তারা মেঘে, মেঘে ক্ষণিক ঢেকে রয়
তাই বলে কি তারা কভু পরাজিত হয়?

তারা প্রতিকূল পরিবেশ করেনা ভয়
তারা মহাবীর তারা অজয়, অক্ষর।
তারা সত্যের অনুগামী ন্যায় -পরায়ণ
তারা অন্যায়ের বিরুদ্ধে লড়ে অনুক্ষণ।