দুর আকাশে জ্বলছে তারা
ঘন সন্ধাকালে।
চাঁদ হাসছে মেঘলা মনে,
তারার চেয়ে কিছু দুরে।
ক্ষণে, ক্ষণে লুকায় চাঁদ মেঘের অন্তরালে।
ঝিঝি পোকা ঝি, ঝি করে গাছের ডালে, ডালে।
পাখির দল যাচ্ছে নীড়ে,
ক্লান্ত পাখায় ভর করে।
কি দারুণ লাগছে ওরে!
দেখলাম তাহা নয়ন ভরে।
জোনাক জ্বলছে বাঁশ ঝাড়ে।
মুগ্ধ হই আমি বারে, বারে।
এমন দৃশ্য দেখে আমি আনন্দ পাই মনে!
এসবি পাওয়া যায় আমার গ্রাম বাংলার কোনে, কোনে।
জন্মেছি আমি এই দেশে থাকবো সেথায় জনম ভরে।
কোথায় ও যাবো না আমি বাংলা তোমার অপরুপ মায়া ছেড়ে।
বাংলা আমি তোমায় ভালোবাসি, শুধু তোমার রুপের গুনে।
নেশায় পাগল করিলো আমায় সর্ষে ফুলের ঘ্রাণে।
বাংলা তুমি মিশে আছো আমার মনে- প্রাণে।
বাংলা তোমার চারদিক যেন, অপরুপ সৌন্দর্যে ঘেরা।
বাংলা তুমি মাগো আমার সকল দেশের সেরা।
সেথায় অকূপর্ণ প্রকৃতিরা নিত্য সাঁজে নব, নব রুপে।
রুপের ঐ দৃশ্য বলি মাগো ভাসে আমার বুকে।
দেখে জুড়ায় দু'নয়ন,
গভীর সুখে ভরে যায় আমার মন।