কেন আমরা করি ক্ষমতার লড়াই?
কেনই বা করি আমরা শিল্পের বড়াই?
এই জীবন মাত্র দিন দুই-একের আড়াই।
তবুও আমরা করে যাই শুধু ক্ষমতার লড়াই।

সৃষ্টার একটি ক্ষুদ্র শক্তির কাছে আমরা হেরে যাই।
প্রতিনিয়ত আমরা কত দৈহিক যন্ত্রণা পোহাই।
রোগ,শোক জড়া জীর্ণতায়, আমরা কত কষ্ট পাই।
হাসপাতালে কত রোগীরা তীব্র যন্ত্রণায় ছটফটাই।

তবুও আমরা ত্যাগ করিনা নিজদের লোভ লালসা।
এত কিছুর পরেও আমাদের মিঠেনা জৈবিক বাসনা।
আমরা যদি না করি ঐ পরম সৃষ্টার সাধনা, ভজনা।
তবে, আমাদের এই মানব জীবন বৃথা ষোলোআনা।