নিশিতে নিদ্রাকালে দেখি মধুর স্বপ্নন
প্রভাতে জেগে দেখি কষ্টের জীবন।
কর্ম ব্যাস্ত থাকি জীবনের প্রতিক্ষণ
এভাবেই অতিবাহিত হচ্ছে প্রতিদিন।

কত কি ভুলে যাই ব্যস্ততার চাপে
দিন-দিন ব্যস্ততা বাড়ে ধাপে,ধাপে।
কতজনার কাছ থেকে শুনি কত অভিযোগ
ব্যস্ত জীবনে সবার সাথে হয়না যোগাযোগ ।

যে যার, যার মতো করে ব্যস্ত থাকে
প্রয়োজন ছাড়া কে কাকে মনে রাখে।
ব্যস্ততার সাথেই বাধা পড়েছে জীবন
ব্যস্ততার কারণে দূরে চলে কত প্রিয়জন।