ব্যস্ততা জীবনে একটি গুরুপ্তপূর্ণ অধ্যায়
কর্মব্যস্ততা জীবনের মূল্যবোধ বাড়ায়।
সুস্থ সবল রাখে দেহ মনটা ও ফুরফুরে
কর্মহীন জীবন যৌবন সবি খুনে ধরে।
সুকর্মে সুখ সফলতা আসে
কুকর্মে দুঃখের অশ্রুস্রোতে ভাসে।
কর্মহীন জীবনটা অর্থহীন হয়
যেন রসহীন শুস্ক নিরানন্দময়।
দিবানিশি অভাব অনাটন লেগেই থাকে
অসলতা দৈন্যতাকে হাত বাড়িয়ে ডাকে।
জীবন যুদ্ধের আসল মজা কর্ম ব্যস্ততায়
সুকর্মের মধ্যে দিয়ে জীবনের পূর্ণতা পায়।