যৌতুকের জন্য নির্যাতন করে
নিষ্ঠুর স্বামী বউর চুলের মুঠি ধরে।
চলে যা এখনি বাপের বাড়ি
যৌতুক নিয়ে আয় তারাতারি।

আমার বাবা দিন মজুর খেটেখুটে খায়
নুন আনতে পান্তা ফুরায় চরম অসহায়।
তোর বাপের জমিজমা আছে গন্ডা দশ-বারো
বেচা-বিক্রি করে তা যৌতুক আন আরো।

যৌতুক আমাদের জীবন থেকে
কেড়ে নেয় সমস্ত সুখ।
যৌতুকের কারণে সংসারে বাড়ে
নানা রকম অশান্তি -অসুখ।

দুই হাজার আঠারো সালের যৌতুক
নিরোধ আইনের তিন ধারা মতে।
যৌতুক দাতা এবং গ্রহিতা উভয়ে
সমান অপরাধী এই ধরায় পশ্চাতে।