আমরা খুশিতে হই আত্মহারা।
কেন যে আবার হই আমরা
চরম শোকে, তাপে দিশাহারা?
বিষাদে,অবসাদে হই মনমরা।
জীবন হচ্ছে নানাবিধ সমস্যার সমষ্টি
পদে,পদে হবে বিচিত্র ঝামেলার সৃষ্টি।
জীবনে স্রোতে বইবে উজান-ভাটি
অসময়ে পাশ কাটবে সুময়ের সাথী।
জীবনের সবচেয়ে বড় সঙ্গী হচ্ছে একাকিত্বা
মনের মানুষ ভুল বুজবে দিয়ে যাবে ব্যাথা।
খুঁজবেনা সে বুঝবেনা সে নিবেনা খবর
অজানাতে হারিয়ে সে হয়ে যাবে পর।
সুখে-দুঃখে অবিচল থাকা শান্ত স্বভাবময়
অস্থিরতার ফলে মানসিক প্রশান্তি নষ্ট হয়।
জীবনে থাকবে হাসি-কান্না থাকবে ভালবাসা
স্বপ্ন জয়ের লক্ষে আমার বেঁচে থাকার আশা।