নিপুণ দক্ষ আপনি উপস্থাপনায়
মিষ্টভাষী আপনি কথা-বার্তায়।
সত্যি আপনি একজন মজার মানুষ
বড়ই চমৎকার জাদুময় কণ্ঠ আপনার।

আপনি হলেন নয়নতারা-মনোহরা
শ্যামের বাঁশির সুর।
আপনার বাঁশির সুর
আমার লাগে যে বড়ই মধুর।

মুগ্ধ আমি আপনার গুণের মহিমায়,
আপনার নমনীয় আদব-কায়দার
আর মিষ্টি-মধুর কথায়- বার্তায়,
আমার পরাণখানি জুড়ায়ে যায়।

আর্শীস রইলো আপনার প্রতি
আপনার সর্ব মঙ্গল কামনায়।
আগামী দিনের পথ চলা যেন
সুখ এবং সফলতায় ভরে যার।