হেমন্ত মানে প্রকৃতির রঙ্গলীলার আভাস
হেমন্ত মানে বয়ে আনে মৃদুমন্দ শীতল বাতাস।
হেমন্তের আহ্বানে ঘটে শীতের আগমন।
হেমন্তের অপূর্ব শোভায় জুড়ায় দেহ-মন।
হেমন্ত মানে পিঠা উৎসবের আয়োজন।
হেমন্ত মানে কাছাকাছি থাকুক প্রিয়জন!
হেমন্ত মানে স্নিগ্ধ সকালে রবির মিষ্টি কিরন।
হেমন্ত মানে শিশির ভেজা ঘাস মুগ্ধ নয়ন।
হেমন্তের ঊষারলগ্নে স্বর্গীয় দৃশ্য অবলোকন করা।
হেমন্ত মানে অপরূপ প্রকৃতির প্রেমে পড়া।
হেমন্তের তুলতুলে আবহাওয়া হৃদয়ে দেয় দোলা।
বিচিত্রিময় ধরা প্রকৃতির নিত্য লীলা-খেলা
সৃষ্টার বিশেষ নিয়মেই অবিরাম চলে সব।
তিনি এক ও অদ্বিতৃীয় প্রিয় রব,
তিনিই ভগবান, ঈশ্বর, আল্লাহ,গড।
পরিপূর্ণ আহ্বান সবি তার অশেষ নিয়ামত।
হেমন্তের প্রভাতে হাঁটতে ভালো লাগে
পল্লীর ঘনঘাটা আঁকা বাঁকা মেঠোপথ।