তোমার হরিণ চোঁখের চাহনি
আমার মনে দোলা দেয়।
তোমার ঐ নরম, নরম চাহনি
আমার পরাণ কেঁড়ে নেয়।

তেমার চোখ দুটো যেন কাজল ভ্রমরা
অনন্ত মায়াভরা মনেধরা, মনোহরা।
দুচোঁখে পড়েছো তুমি আইল্যানা, মাসকাড়া
তোমাকে দেখলে পরে হয়ে যায় কামসাড়া।

তোমার চোখ দুটো যেন জাদুভরা
নেশাভরা, মন মাতানো নজরকারা।
অদ্ভুত রকমের সুন্দর মনোমুগ্ধকর
তোমার মায়া হরিণ  চোখ জোড়া।

তোমার ঐ চোঁখ দুটো ওগো
পদ্দপাতার জল করে টলমল।
আমার ভীষণ ইচ্ছে করে
হতে তোমার দুচোখের কাজল।