ভাল লাগে ঐ নীল আকাশটাকে।
যখন থোকা, থোকা মেঘগুলি,
জড়ো হয় সুদূর নীলীমার বুকে।
পাখিরা উড়ে পাতার ফাঁকে, ফাঁকে।
সিঁদুর রাঙ্গা মেঘে ঢাকা,
রং ধনুর সাত রঙে আঁকা।
বহু রূপী ঐ মেঘেরে ভেলা,
শূন্যে ভাসে গোধূলি বেলা।
সবুজ বৃক্ষরাজি শান্ত, স্থির,
মৌন, নিঝুম,ঘুম, ঘুম চোখে।
আহ! কি অপূর্ব দূশ্যবলি!
বড় অদ্ভুত লাগে গোধূলি!
এত সুন্দর, মনোমুগ্ধকর মূহুর্ত,
অতীত জীবনে ও করেছি গত।
আমি পড়েছি ঐ রূপের মায়ায়,
যে রূপ দেখেছি রূপসী বাংলায়।