অভিজ্ঞ এক পৌঢ় কবির সনে
কথোপকথনের গল্পের ভুবনে।
সময়টা বেশ কাটলো ভালো
ছড়ালো সে জ্ঞানের আলো।
দুধসাদা সে ধবল কেশী
বিচিত্রময় অভিজ্ঞতা তার।
অনেক, অনেক বেশী
খাঁটি বাঙালী সে মনটা দেশি।
সিমসাম সুদর্শন উদার মনন
পরিপূর্ণ তার সাহিত্য ভূবণ।
ভীষণ ভালো লাগে আমার!
পেলে তার দূলর্ভ দর্শন।
যিনি শিল্প-সাহিত্য করেন লালিত
আপন মহিমায় মনের মণিকোঠায়।
কত কি লিখেন তিনি
বসে চলমান রিশকায়।