আমি যে সাগরে বাস করি
ঐ সাগর সিমাহীন সুগভীর।
তুমি এসোনা ঐ সাগরে এসোনা
তাহলে তুমি কূল কিনারা খুঁজে পাবেনা।
আর ফিরে যেতে পারবেনা কভু
তুমি তোমার আপন ঠিকানায়।
অবলীলায় তলিয়ে যাবে তুমি
ঐ সাগরের অটল গভীরতায়।
তুমি কি জানো?
ঐ সাগরের বিন্দু, বিন্দু জলকনা থেকে
তোমার আমার সৃষ্টি হয়েছে।
কি এক অদ্ভুত রকম মায়ার দ্বারা,
নিবিড়ভাবে প্রেমে আবিষ্ট করছে!
কি সুক্ষ কি নিপুণ দক্ষ কারিগর মহান সৃষ্টা
হয়তো কোন বিশেষ পূর্ণতায়,
তুমি আমি এসেছি ভূবণ মাঝে।
নয়তো পৃর্ব জন্মের বহু সাধনার ফলে
প্রেয়েছি মানব জনম যেন না যায় বিফলে।
এত সাধের মানব জনম নষ্ট করোনা হেলায়,হেলায়
ক্ষণিকের সুখে মজে হারিয়েও না সব কামের খেলায়।
তাহলে আর হবেনা সাধন ভজন
কাম রিপুর বশে বিনষ্ট হবে জীবন।
তুমি এসোনা ঐ ভাবে আমার নিকটে এসোনা
ভেঙে দিওনা আমার গভীর ধ্যানমগ্নতা।
তবে যে আমি কি জবাব দিবো?
যখন আমায় প্রশ্ন করবে বিধাতা।