এখনো আমি তোমারি আছি প্রিয়।
চিরকাল আমি তোমারই থাকবো,
হৃদয় মাঝে তোমাকেই ধরে রাখবো
আমি শুধুই তোমার হয়ে থাকবো।
যুগে,যুগে জন্মে, জন্মে,
এই ধরায় আসি যতবার।
ততরারই জন্মাবো আমি,
শুধু হবো যে তোমার।
এপার ওপার দুইপারেতে,
শুধু আমি যে তোমার।
তুমি আমার জগৎ সংসার,
প্রিয় আমি যে তোমার।
রাগের মাথায় আমাকে তুমি
করেছো কত বকা-জকা
আজো আমি তোমারি আছি
হয়ে নিত্য- দিনের সখা
অবহেলার দৃষ্টিতে দেখেছো আমায়,
তুমি করেছো কত অপমান।
তবু্ও আমি তার দেইনাই প্রতিদান,
ভালবাসি বলে তোমাকে দিয়েছি মন-প্রাণ।
একের পর এক আমাকে দিয়েছো আঘাত,
তবুও আমি তোমাকে করিনাই প্রতিঘাত।
চরম নিঠুরতা তুমি করেছো আমার সনে,
মৃত্যুর যন্ত্রণা পেয়েছি আমি তোমার আচরণে।
তোমার প্রতি ছিলনা আমার বিন্দুমাত্র লালসা,
মন থেকেই ছিল শুধু বিশুদ্ধ ভালবাসা।
যদি কখনো ভাবো তুমি সেই পূরনো দিনের কথা,
বুঝবে তখন তুমি আমাকে দিয়েছো কঠিন ব্যথা।
এখনো আমি তোমারি আছি,
প্রিয় থাকবো তোমার হয়ে।
সকাল-সন্ধ্যা পূজিব তোমায়,
প্রিয় আমার হৃদয় মন্দিরে।