মানুষ তার নিশ্চিত মৃত্যুর কথা জেনেও
বেঁচে থাকার কতো না পায়তারা করে।
একদিন যে ভাঙ্গবে এ ঘর কাল বৈশাখি ঝড়ে।
জীবনের বেলা ক্রমে, ক্রমে যাচ্ছে ফুরায়ে।
আর কতকাল জ্বলবি রে মন তিতাব জ্বালায়
ডুবে রইলে রে তুই এই ভবের মায়ার
কেউ জানে না কখন যে কার যেতে হবে পরোপার।
ভবলীলা সাঙ্গ করে চিরদিনের তরে।
একদিন যে ভাঙ্গবে এ ঘর কাল বৈশাখি ঝড়ে।