ধুমপান করা নাকি বিষপানের সমান।
তা জানা সত্ত্বেও ধূমপানের ঘটেনা আবসান।
হায়! রে ধুমপান ছাড়া চলেনা জীবন মান।
ধুমপান আর বিষপান শতভাগ সমান।।
ধুমপনারে বিষাক্ত ধোঁয়ায়, পরিবেশে দূষণ ছড়ায়।
হৃদ রোগের ঋুকি বাড়ায়, ধুমপান করে কি মজা পায়?
ধুমপান পিপাসীরা ধুমপানে আসক্ত তারা,
সভা যেন জমেনা তাদের ধুমপান ছাড়া ।।
জেনে বুজে তবুও মানুষ করে ধুমপান।
আড্ডায় বসে কয় উড়াদুরা মার টান।
উড়িয়ে দে সব টেনশন সিগারেটের ধোঁয়ায়।
নিমতলা আড্ডা হবে তোরা সবাই আয়।।
দিয়ে শিলার কাঠি দিয়ে জ্বালা সিগারেট।
সাথে আছে বেনসন পুরা ছয় প্যাকেট।
আরে বেটা জ্বালা, একটার পর একটা জ্বালা।
জীবনে আর আছে কি? অনন্তটাকে করে দে কালা।।