ধর্ষনকারী ফাঁসির দড়িতে ঝুলুক
নারী ও শিশুরা নিরাপদে পথ চলুক।
যৌন নিপীরনকারী হচ্ছে নরকের কীট
বিবেকবোধ শূন্য ও যে নাই বুক-পিট।
যেজন নারীর উদরে জন্ম নিয়ে
সেই নারীকেই করে সতীত্বহানি।
অশুদ্ব চিত্তে তার আশ্রিত শয়তান
পালাক্রমে করে যায় শয়তানি।
স্বাধীন দেশে এই নর-পিশাচের
কোন ঠাঁই নাই ঠাই নাই।
আমরা তাকে ধিক্কার জানাই
তার কোন রেহাই নাই রেহাই নাই।
ন্যায় বিচারের স্বার্থে আমরা
ধর্ষকের সর্ব্বচ শাস্তি চাই
নারী ও শিশুর নিরাপত্তার
র্ফাঁসি চাই ফাঁসি চাই।