তুমি অনন্ত বিদ্যারুপি
দেবী মা সরস্বতী।
তোমার চরণে মাগো
প্রণাম শত কোটিবার।
তুমি উন্মুমুক্ত করো মাগো
মম জ্ঞানের দুয়ার।
তোমার অশেষ দানে মাগো
আলোকিত হউক জীবন।
দূর হউক সকল জীর্ণ-জড়তা,
মনোজগতে ছড়িয়ে যাউক মাগো
তোমার জ্ঞানের অশেষ বার্তা।