চিরচেনা সেই তুমি
আজ কত অচেনা হলে,
কোনবা দোষে আমায় তুমি
এত আঘাত দিলে।

স্বপ্নেও এখন আমি
দেখিনা তোমার ছায়া,
তোমার প্রতি কেটে গেছে
আমার সমস্ত মায়া।

নিষ্ঠুর তুমি পাষাণ তুমি
তুমি হৃদয় হীন,
তোমার বিরহে বিষাদগ্রস্ত
ছিলাম বহু দিন।

অকৃতজ্ঞ বেঈমান তুমি
তুমি চরম স্বার্থপরায়ণ,
নিজের বুঝ ভালোই বুঝো
বুঝোনা অন্যের মন।