কবিতা: চরম অবহেলায়
লেখক: টোটন চন্দ্র দাস
পড়ার টেবিলে তোমার কথা খুব বেশি মনে পড়ে।
কারণ তুমি পড়া লেখার প্রতি তুমুল আগ্রহী ছিলে।
জানিনা কেন আমায় ছেঁড়ে চলে গেলে
আমাকে তুমি চিরতরে পর করে দিলে।।
তুমি বুঝলে না আমার তীব্র যন্ত্রণা
বুকের ভিতর জমানো কত ব্যথা।
এরপর কতকাল কেটে গেলো
মেঘে, মেঘে কত বেলা হলো।
তোমার সাথে হলোনা আর কথা।।
আমরা দুজনা গল্পে,গল্পে কত সময় করেছি পার।
পরস্পরে মিলে -মিশে হয়েছিলাম একাকার।
আজ সেই তুমি কত অচেনা হলে
সহজেই সমস্ত কিছু ভুলে গেলে।।
হয়তো তুমি জানো না মাঝে, মাঝে তোমার কথা
ভাবতে, ভাবতে আমার বেলা বয়ে যায়।
দিবানিশি কাটে শুধু একলা নিরলায়।
শূণ্য ভূবণে থাকি আমি তোমার অপেক্ষায়।
অবুঝ মনটা আবার তোমায় কাছে পেতে চায়।
তুমি তো দুরে ঠেলে দিলে আমায় চরম অবহেলায়।