যতদিন এই দেহে থাকবে প্রাণ,
ততদিন হবেনা ব্যস্ততার অবসান।
ব্যস্ত আমি ব্যস্ত তুমি ব্যস্ত শহরগুলি,
দূর আকাশে উড়ে কত ব্যস্ত পাখ-পাখালি।
ব্যস্ততার সাথে মোরা করি গলাগলি,
ব্যস্ততাকে সঙ্গী করে নিত্য পথ চলি।
সকাল থেকে শুরু হয় সন্ধা, রাত্রি যায়,
দিনের পর দিন যাচ্ছে কেটে চরম ব্যস্ততায়।
বহুদিন ধরে পাইনা আমি
অবসরের হাতছানি।
ব্যস্ততা আমার ঘিরে রেখেছে
পুরো জীবনখানি।