কবিতা
ব্লকলিস্ট

একটা সময় পর প্রিয় মানুষটি থাকে ব্লকলিস্টের তালিকায়।
প্রয়োজন ফুরালে সে তাকে ভুলে যায়।
স্বার্থের পৃথিবীতে মানুষ কত নিষ্ঠুর হায়,
সময়ের সাথে, সাথে মানুষের রুপ রেখা বদলে যায়।
সে দিয়ে যায় বহু দুঃখ কষ্ট বানায় চরম অসহায়,
একটা সময় পর প্রিয় মানুষটি থাকে
ব্লাকলিস্টের তালিকায়।

প্রিয় মানুষটি যখন ব্লক করে তখন কষ্টে বুক ফেটে যায়।
সে যেন এক ভয়াবহ মৃত্যুর যন্ত্রণা অনুভব করায়।
বুঝেনা সে অপর পক্ষের তীব্র বিরহ আর ব্যাথা,
যোগাযোগ বন্ধ করে দেয় সে বলেনা আর কথা।